Skip to main content

Posts

Showing posts from October, 2023

Bengali works | পুষ্পের প্রতিশোধ

  সুদূরাগত কোন এক অজানা আলোর বার্তায় শীর্ণ বিবর্ণ হয়ে গেল প্রশান্ত গম্ভীর অন্ধকার বেদনার ধূসরতার মত মলিন আকাশের পটে  রক্তলেখায় লেখা হল নতুন দিনের আগমন।  শীতল বাতাস শিশিরের স্পর্শ বুলিয়ে দিয়েছিল যাদের চোখে,  তারা ধীরে ধীরে জেগে উঠে প্রস্তুত হল  নতুন সূর্যের আবেশ দেহে-মনে মেখে নিয়ে  ফুলের মত ফুল হয়ে ফুটে উঠে,  সৌন্দর্যে বর্ণে সৌরভে আকাশ বাতাস ধরাতলকে  উজ্জ্বল সমৃদ্ধ সুসজ্জিত করে তোলার জন্য।  এক কোণে একাকী এক ফুল — শতবর্ষের সঞ্চিত বেদনাভারে নত, ক্লান্ত বিধ্বস্ত মলিন তার দিক থেকে  ঘৃণায় চোখ সরিয়ে নিল সুশোভিত পুষ্পরাজি,  তার ব্যাকুল বিষণ্ণতা থেকে সযত্নে নিজেদের বাঁচিয়ে  রূপে আভিজাত্যে প্রভায় পল্লবিত হয়ে উঠল তারা।  এক অজানা সুতীব্র বিরাগ বা বিতৃষ্ণায়  কোন সৌন্দর্য আর তার কাছে ঘেঁষে না — তাকে দেখে রঙ হয়ে ওঠে বিবর্ণ, রূপ হারিয়ে ফেলে উজ্জ্বলতা, হাসি পর্যবসিত হয় অশ্রুস্রোতে। শুধু দেবসম এক বৃক্ষ কৃপার উচ্ছিষ্টটুকু দিয়ে তাকে ধরে রেখেছে শুষ্ক নীরস এক শাখার প্রান্তে,  যেখানে জীবনের চোখে খেলা করে মৃত্যুর স্বপ্ন...