Posts

Showing posts from August, 2023

Bengali works | লহো অঞ্জলি মম হৃদ্ - কুসুমে

Image
   বসুধার বুকে অরুণ আলোকে পুষ্পিত শতদল দিব্যলোকের কিরণে সিক্ত স্নিগ্ধ সুশ্যামল, শীর্ষে যাহার জ্ঞানের মুকুট, অঙ্গে স্নেহবলয় সেই আমাদের স্বপ্নতীর্থ‌, মোদের বিদ্যালয়। মহাবিশ্বের সুধা যেথায় বিমূর্ত রূপ ধরে লক্ষ জগৎ আলোয় মিলায় এক হতে একাকারে দীর্ঘ নিশার আঁধার ঘুচায় রবির অভ্যুদয়, সেই আমাদের স্বপ্নতীর্থ‌, মোদের বিদ্যালয়। চির আলোকিত বিদ্যালোকের অনন্ত কিরণে  প্রাণ হতে প্রাণ সিঞ্চিছ তব স্বর্গীয় অঙ্গনে, হরষে-বিষাদে কঠিনে-কোমলে কত শত নব প্রাণ  ভাঙিয়া আবার গড়িয়া করিলে চির সুন্দর অম্লান — স্বপ্ন তরঙ্গে হানিলে আঘাত নিদ্রিত অন্তরে বহ্নিশিখায় দূরিয়া দুর্বলতার অন্ধকারে, অন্বেষি যত অন্তরলিপি স্নিগ্ধ মধুর দিশে  সুপ্ত অঙ্কুরে বিকশিলে তুমি ফুলে ফলে স্নেহাশিসে। জীবনের পথে করিলে ন্যায় ও সত্যে বলীয়ান, শত আঁধারের মাঝে উজ্জ্বল সুদৃঢ় অটল প্রাণ, শিখাইলে জ্ঞানের আলোকে দূরিতে হিংসা, দ্বেষ, ও গ্লানি, কলুষ নাশিতে, হাসি ফুটাইতে, বিলাইতে প্রেমের বাণী। পথহারা কত অভাগীরে তব কোলে দিলে আশ্রয়, কঠোর আঘাতে চূর্ণিলে কত জীর্ণ মলিনতায়, আশাতীত কত স্বপনের পথে করিলে আলোকচারী দানিলে জীবন, মৃ...