Bengali works | গুরু প্রণাম — Teachers day special


এসো নব উষা অগ্রদূত হে, দিব্য আলোকময়,
চির শাশ্বত জ্যোতি- নন্দিত, অরুণ- অভ্যুদয়,

আদি অনন্ত সত্যের পথে হে চির আলোকচারী!
শত শতদল উঠুক ফুটিয়া কিরণে তোমারি —

হস্তে তোমার জ্বলিয়া উঠুক দীপ সহস্র প্রাণে,
বিশ্বজগৎ ভরুক প্রভায় তব আশিস আহ্বানে।

অজ্ঞান- মরু ভরুক শ্যামলে তব অমৃত ধারে,
যেথা যত নিশা মিলাক আলোয় এক হতে একাকারে —

কঠোর আশিসে ঘুচাও কলুষ আঁধার অন্তরের,
বজ্র ঝলকে টুটুক তমস যুগ- যুগান্তরের। 

পুষ্পিত করো নিদ্রিত প্রাণে জাগরী- মন্ত্র তব,
রিক্ত হৃদয়ে দীপ্ত হউক অভয় প্রদীপ নব।

চূর্ণ হউক জীর্ণ মলিন মোহ- শৃঙ্খল যত
ফাঁপা, নিষ্ফল অহং হউক তব পদতলে নত।

যত কলঙ্ক পুণ্য হউক আত্ম- আহুতি দানে, 
জমাট পাষাণ যত হীনতার, গলুক অশ্রু- বানে।

ক্ষমা- সুধাধারে করো যত পাপ, অপরাধ চির লয়,
তব পদে চির প্রণত করহ, জয় হোক তব জয়।

করো পবিত্র, বাঁধন- মুক্ত, নিশঙ্ক, নির্ভয় 
তব অমৃত আলো পথপানে, জয় হোক তব জয়।



© All rights reserved. 


Comments

Popular posts from this blog

HELLO! WELCOME

Black Pit of Darkness | The Dark Truth

Stylus of the Green | A Message From June, 1989